নড়াইলে ৩ হাজার মাছের ঘের ভেসে গেছে


প্রকাশিত: ০৯:২০ এএম, ২২ আগস্ট ২০১৬

নড়াইলে দুইদিনের প্রবল বৃষ্টিতে তিন হাজারের বেশি মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মৎস্যচাষীরা জানিয়েছেন। ফলে দিশেহারা হয়ে পড়েছে তারা।

জানা গেছে, নড়াইল পৌরসভার ২৪টি গ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টির হয়েছে। বিশেষ করে পৌরসভার মহিষখোলা, আলাদাতপুর, দুর্গাপুর, বরাশুলা, ভাটিয়া, নয়নপুর, ভওয়াখালী, বাহিরগ্রাম, কুড়িগ্রাম, মাছিমদিয়া, উজিরপুর, বিজয়পুরসহ অন্যান্য এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকার অন্তত দেড় হাজারের বেশি বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় রান্নাসহ স্বাভাবিক কাজকর্মে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পৌরসভার মহিষখোলার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম অভিযোগ করে বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখন পর্যন্ত ড্রেন নির্মাণ হয়নি। আর যেসব এলাকায় ড্রেন রয়েছে তাও ময়লা আবর্জনায় বন্ধ হয়ে যাওয়ায় পানি সরতে পারছে না।

কুড়িগ্রামের কাজী নওশের আলী জানান, প্রবল বর্ষণে আশপাশের এলাকায় পানি জমে রয়েছে। ভেসে গেছে মাছের ঘের। ডুবে গেছে অনেকের ফসল।

মহিষখোলা এলাকার পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক জানান, প্রবল বর্ষণের কারণে পানি জমে রয়েছে। তবে বৃষ্টিপাত কমলেই পানি কমে আসবে। যাতে দ্রুত পানি বের করে দেয়া যায় সে ব্যাপারে জোর চেষ্টা চলছে।

এদিকে, প্রবল বর্ষণে নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়ার বিভিন্ন এলাকায় অন্তত তিন হাজার মাছের ঘের ভেসে গেছে। যার ফলে এসব ঘেরে চাষ করা সাদা ও চিংড়ি মাছ বেরিয়ে যাওয়ায় কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।

বিছালী এলাকার ঘেরচাষী মোয়াজ্জেম হোসেন দাবি করেন, তাদের এলাকার ৮০ভাগ ঘের পানিতে তলিয়ে গেছে। বাকি ঘেরগুলো নেটের জাল দিয়ে ঠেকানোর চেষ্টা চলছে।

নড়াইল জেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা এসএম এনামুল হক জানান, নড়াইল জেলায় ৫ হাজার ৭১৮টি মাছের ঘের রয়েছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় সাড়ে তিন হাজার, কালিয়া উপজেলায় ২ হাজার এবং লোহাগড়া উপজেলায় ২১৮টি। প্রবল বর্ষণে কিছু মাছের ঘের ভেসে গেছে। এ ব্যাপারে মৎস্য চাষী, স্থানীয় চেয়ারম্যানসহ বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেয়া হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ মন্ডল জানান, নড়াইলের বেশিরভাগ অঞ্চল নিম্নাঞ্চল বিধায় বৃষ্টিতে ৩ হাজার মাছের ঘের তলিয়ে গেছে। আমরা এ ব্যাপারে মৎস্যচাষীদের পরামর্শ দিয়েছি নেটজাল দিয়ে ঘেরের চারপাশ ঘিরে রাখতে।

হাফিজুল নিলু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।