শরীয়তপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫

শরীয়তপুর পৌরসভার রাজগঞ্জ হেলিপ্যাড এলাকায় জহিরুল হক সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ফলের দোকানদার ছিলেন। জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের মোসলেম খান ও সেলিম খান সন্ত্রসীদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ।

এদিকে হত্যাকাণ্ডের সাথে জরিত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করেছে।

পুলিশ সূত্র জানায়, পৌরসভার স্বর্নঘোষ গ্রামের আউয়াল সরদারের পুত্র জহিরুল হক সরদার। তার সাথে জমি নিযে বিরোধ চলছিল একই গ্রামের মোসলেম খান ও সেলিম খানের সাথে। শুক্রবার সকালে জহিরুল শহরের চৌরঙ্গী মোর থেকে বাড়ি ফিরছিল। স্বর্নঘোষ গ্রামে বাড়ির কাছে রাজগঞ্জ হেলিপ্যাড এলাকায় পৌঁছলে সন্ত্রসীরা তাকে ধরে সড়কের পাশে কৃষি জমিতে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

জহিরুলের স্ত্রী শাহনাজ বেগম বলেন, মোসলেম খান ও সেলিম খান সন্ত্রাসীদের নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। তাদের সাথে জমি নিয়ে আমাদের বিরোধ চলছিল। আমাদের জমি দখল করার জন্য তাকে নির্দয় ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শরীয়তপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, জহিরুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে মোসলেম খান ও সেলিম খানসহ ৬ জনকে আটক করা হয়েছে।


ছগির হোসেন/ এমএএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।