নাশকতার নতুন অস্ত্র ‘কাটা’


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫

ফেনীতে সড়ক-মহাসড়কে নাশকতা চালাতে দুর্বৃত্তরা ব্যবহার করছে নতুন এক অস্ত্র। এ অস্ত্রের নাম ‘কাটা’। গত সোমবার রাতে মহাসড়কে এ কাটা ব্যবহার করে ট্রাক থামিয়ে একি সময়ে দুটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। বর্তমানে এ বিষয়টি পুলিশ প্রশাসনকে ভাবিয়ে তুলেছে।

কাটার কারিগর সন্দেহে পুলিশ গত মঙ্গলবার ফেনী শহরের বিভিন্ন এলাকা থেকে ৫ যুবককে আটক করেছে। পাশাপাশি একাধিক মেটাল দোকানেও তৈরি করা কাটার সন্ধানে তল্লাশি চালায় পুলিশ।

পুলিশ ও একাধিক ট্রাক চালক জানান, ককটেল ও পেট্রোল বোমাসহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের পাশপাশি দুর্বৃত্তরা গত কয়েকদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির গতিরোধ করতে কাটা ব্যাবহার করছে। একটি লোহার পাতের উপর চারটি লোহার টুকরো দাঁড় করিয়ে ঝালাই করে এই কাটা তৈরি করছে কারিগররা। বিভিন্ন স্থানে তৈরি হয়ে এই কাটা চলে আসছে দুর্বৃত্তদের হাতে। দুবৃর্ত্তরা চলন্ত ট্রাকের সামনে পরিকল্পিতভাবে কাটা ফেলে রাখে। এতে করে গাড়ির টায়ার পাংচার হয়ে বাস- ট্রাক দাঁড়িয়ে যেতে বাধ্য হয়। এরপর দুর্বৃত্তরা পেট্রাল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়। গত ১৮ জানুয়ারি সোমবার রাতে ফেনীর বিসিক রাস্তার মাথা এলাকায় এভাবেই ট্রাকের গতিরোধ করে দুটি ট্রাকে আগুন দেয়া হয়। ওই এলাকা থেকে একটি কাটা উদ্ধার করে পুলিশ।

এ প্রসঙ্গে ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুহাম্মদ সামছুল আলম সরকার জানিয়েছেন, দুর্বৃত্তরা এ কাটা ব্যহার করে নাশকতা চালাচ্ছে। এরা রাস্তার ওপর কাটা ছুঁড়ে দেয়। পরে ট্রাকের চাকা পাংচার হয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে চলে গেলে তাতে আগুন দেয়া হচ্ছে।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।