বোমা তৈরির সরঞ্জামসহ ৩ সন্ত্রাসী আটক


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫

ঝিনাইদহের মহেশপুরে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গুড়দাহ বাজার থেকে পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে হাসানুজ্জামান, কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রামের আজিজুল হকের ছেলে শফিকুল ইসলাম ওরফে ঠাণ্ডু ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জুনাপাত্রা গ্রামের আব্দুল গফুরের ছেলে শাহনুর রহমান।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একদল সন্ত্রাসী গুড়দাহ বাজারে অবস্থান করছে। খবর পেয়ে দত্তনগর পুলিশ ফাঁড়ির এসআই রইচ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাজার এলাকায় অভিযান চালায়। সেসময় হাসানুজ্জামান, শফিকুল ইসলাম, ও মাহবুবুর রহমানকে আটক করা হয়। তাদের কাছ থেকে বোমা তৈরির সোডিয়াম, গন্ধক, চিকন সুতলি ও লোহার কাঠি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটকরা পেশাদার সন্ত্রাসী। তারা ওই এলাকায় বড় ধরনের কোনো নাশকতা সৃষ্টি অথবা কোনো কিলিং মিশনে এসেছিল। পুলিশ হেফাজতেই জিজ্ঞাসাবাদ চলছে।

-এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।