বান্দরবানে চার দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু


প্রকাশিত: ০৬:১৩ এএম, ২৪ আগস্ট ২০১৬

বান্দরবান পার্বত্য জেলায় চার দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। বুধবার সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাঙামাটি জেলার বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু লক্ষী পদ দাশ, কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি নিখিল দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন কান্তি দাশ, অনিল কান্তি দাশ, অর্পন দাশ, সাধারণ-সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়সহ আরো অনেকে।

চার দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে বুধবারে রয়েছে- সকাল ১০ টায় শ্রীমদ্ভগবদ্গীতা রসতত্ত্ব পরিবেশন, সাড়ে ১২ টায় ভোগারতী, সন্ধ্যা ৬ টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস এবং রাত ৮ টায় শ্রীকৃষ্ণ কথামৃত পরিবেশন।

এছাড়াও বৃহস্পতিবার সকাল ১০ টায় জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা, রাত ১০ টায় ভগবায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং শুক্রবার সকালে অহোরাত্র তারকব্রহ্ম মহানামযজ্ঞ। শনিবার সকাল ৬ টায় মহানামযজ্ঞে পূর্ণাহুতির মাধ্যমে শেষ হবে এই উৎসব ।

প্রসঙ্গত, প্রতি বছর জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানের রাজার মাঠে শত শত সনাতন ধর্মালম্বীর আগমন ঘটে।

সৈকত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।