খাগড়াছড়িতে কর্ণফুলী গোল্ডেন পাম কারখানার যাত্রা শুরু


প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৪ আগস্ট ২০১৬

পামওয়েল চাষ জাতীয় অর্থনীতির সোনালি দিগন্ত স্লোগান সামনে রেখে খাগড়াছড়ি জেলা শহরের অদূরে বিসিক শিল্প নগরীতে যাত্রা শুরু করেছে ‘কর্ণফুলী গোল্ডেন পাম লিমিটেড’। বুধবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা এই কারখানার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে বলেন, কারখানাটি চালুর মধ্য দিয়ে শুধুমাত্র খাগড়াছড়িতেই ৯ পাহাড়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘কর্ণফুলী গোল্ডেন পাম লিমিটেড’। পাহাড়ের অনাবাদি জমি পাম চাষের আওতায় আনতে কৃষকদের আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াজিদুজ্জামান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।