খাগড়াছড়িতে চাঁদের গাড়ি খাদে : নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬ এএম, ২৫ আগস্ট ২০১৬
ফাইল ছবি

খাগড়াছড়ির মানিকছড়িতে চাঁদের গাড়ি উল্টে স্কুলছাত্রীসহ তিনজন নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে মানিকছড়ির সুদুরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় মানিকছড়ির ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অঞ্জনা ত্রিপুরা (১৫) ও কমলাপতি ত্রিপুরা (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- নেপচুন চা-বাগানের শ্রমিক ফুলমালা ত্রিপুরা (১৫), মালা ত্রিপুরা (২৫), শান্তু ত্রিপুরা (৩৫), শোভারাণী ত্রিপুরা (১৫), কিরণমালা ত্রিপুরা (৩০), পুলিন্দ্র ত্রিপুরা (১৫), অমলচন্দ্র ত্রিপুরা (১৫), চন্দ্রারাণী ত্রিপুরা (১৪), সুরু কুমার ত্রিপুরা (৩০), খিরন্দ্রী ত্রিপুরা (৪০), কুলিন্দা ত্রিপুরা (৩৫), মনিবালা ত্রিপুরা (১৫), পুতলি ত্রিপুরা (১৬), মহালক্ষী ত্রিপুরা (৩০) ও জ্যোতি ত্রিপুরা (১৭)।

সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী মো. হুমায়ুন রশীদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বাটনাতলী থেকে নেপচুন চা বাগানগামী একটি চাঁদের গাড়ি (ঢাকা-ঘ-৮৯৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর থেকেই ওই চাঁদের গাড়ির (জিপ) চালক পলাতক বলেও জানান তিনি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্থা বেগম যুথিকা সরকার, মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রকিবসহ রাজনৈতিক নেতারা আহতদের খোঁজ-খবর নিতে হাসপাতালে পরিদর্শন করেছেন।

শ্রমিকদের কর্মস্থলে আনা-নেওয়ার বিষয়ে চা-বাগান মালিক পক্ষের কোনো ত্রুটি ছিল কিনা বিষয়টি খতিয়ে দেখের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম যুথিকা সরকার।

মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নিশ্চিত করে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রকিব বলেন, নিহত কিংবা আহতদের কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।