পাহাড়ি ঢলে ভেসে এলো দুইটি লাশ


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৮ আগস্ট ২০১৬
ফাইল ছবি

পাহাড়ি ঢলে ভেসে আসা দুটি লাশের মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ভারতে ত্রিপুরা রাজ্যের উজান থেকে মুহুরী নদীর নিজকালিকাপুরে দুটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা।

আইনি জটিলতার আশঙ্কায় স্থানীয় লোকজন মরদেহ দুটিকে এড়িয়ে যান কিন্তু দুপুরের দিকে মুহুরী নদীর শালদর সীমানায় গিয়ে একটি লাশ ঝোপের সঙ্গে আটকে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। আরেকটি মরদেহ নদীর ঢেউয়ের সঙ্গে হারিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, বেলা দুপুর ১টার দিকে উত্তর শালধর ব্রিজের পাশে মুহুরী নদীতে ভেসে আসা লাশটি ঝোপের সঙ্গে আটকে যায়। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পরশুরাম থানা পুলিশকে খবর দেয়। তারা লাশটি উদ্ধার করে নিয়ে যায়। বেশ কয়েকদিন পানিতে থাকায় লাশটির শরীরের অধিকাংশ অংশই পচে গেছে।

পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, বন্যার পানিতে লাশটি ভেসে এসেছে। লাশের ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি কোনো ভারতীয় নাগরিকের লাশ বলে তার ধারণা করা হচ্ছে।

জহিরুল হক মিলু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।