নড়াইলে পিস্তল, গুলি, মাদকসহ আটক ৩


প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৮ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

নড়াইলে বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১৬ বোতল ফেনসিডিল ও ১৫ পুরিয়া হেরোইনসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের ভওয়াখালী থেকে তাদের আটক করা হয়।

আটক ভওয়াখালীর লাল মিয়ার ছেলে বাবুল (৩৭), ও তার স্ত্রী সালমা ও সহযোগী মাসুম।

ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কোবরা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক করেছে।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।

হাফিজুল নিলু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।