শরীয়তপুর পূর্ব ডামুড্যার সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল


প্রকাশিত: ০৬:১৩ এএম, ৩০ আগস্ট ২০১৬

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিনাজুল হক মাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

মঙ্গলবার পূর্ব ডামুড্যার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন ছেলে উজ্জ্বল মাল।

এর আগে সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি অনেকদিন যাবত কিডনি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন।

মো. মিনাজুল হক মাল ১৯৯২ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত পূর্ব ডামুড্যার চেয়ারম্যান এবং ডামুড্যা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠন মরদেহের পাশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।