জয়পুরহাটে কিডনি পাচার চক্রের দুই সদস্য আটক


প্রকাশিত: ১০:৪৫ এএম, ৩০ আগস্ট ২০১৬

জয়পুরহাটের কালাই উপজেলার বিনইল এলাকা থেকে কিডনি পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বিনইল গ্রামের আব্দুর রহিমের ছেলে আতিকুর রহমান (৩৮) এবং একই উপজেলার বাগইল গ্রামের মনছুর রহমানের ছেলে জুয়েল রানা (৩০)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার বিনইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, আটকরা দীর্ঘদিন থেকে লোভ দেখিয়ে গ্রামের গরিব ও অসহায় লোকদের কিডনি বেচায় সহায়তা করে আসছে। কিডনি বেচা-কেনার সঙ্গে তারা সক্রিয়ভাবে জড়িত।

রাশেদুজ্জামান/এএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।