জয়পুরহাটে কিডনি পাচার চক্রের দুই সদস্য আটক
জয়পুরহাটের কালাই উপজেলার বিনইল এলাকা থেকে কিডনি পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বিনইল গ্রামের আব্দুর রহিমের ছেলে আতিকুর রহমান (৩৮) এবং একই উপজেলার বাগইল গ্রামের মনছুর রহমানের ছেলে জুয়েল রানা (৩০)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার বিনইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, আটকরা দীর্ঘদিন থেকে লোভ দেখিয়ে গ্রামের গরিব ও অসহায় লোকদের কিডনি বেচায় সহায়তা করে আসছে। কিডনি বেচা-কেনার সঙ্গে তারা সক্রিয়ভাবে জড়িত।
রাশেদুজ্জামান/এএ/এবিএস