বাগেরহাটে বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি


প্রকাশিত: ১১:৩৩ এএম, ৩০ আগস্ট ২০১৬

বাগেরহাটে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামি তুহিন কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক এই আদেশ দেন। এসময় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত তুহিন কাজী (২৭) আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) শেখ মোহম্মদ আলী জানান, মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ৫ আগস্ট ভোরে বাবা আবু সাঈদ কাজীকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে হত্যা করে ছেলে তুহিন কাজী। এই ঘটনায় নিহতের মেয়ে সুমী আক্তার ভাই তুহিন কাজীকে আসামি করে ওই দিনই মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তুহিন মন্ডল তদন্ত শেষে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি আসামি তুহিন কাজীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত তুহিনকে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

শওকত আলী বাবু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।