ঠাকুরগাঁওয়ে পিকআপ ভ্যানে পেট্রল বোমা : গ্রেফতার ৮
ঠাকুরগাঁওয়ের ২৮ মাইল এলাকায় পিকআপ ভ্যানে পেট্রল নিক্ষেপের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার গভীররাতে বিজিবি ও পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরা হলেন, রুবেল রানা, আইয়ুব আলী, বেলাল, আনসারুল হক, মাহাবুব আলম, আব্দুল হাই, সুলতান আলী ও ইমাম চৌধুরী।
প্রসঙ্গত, রোববার রাত ১২টায় সদর উপজেলার ২৮ মাইল নামক স্থানে মুরগিবাহী একটি পিকআপ ভ্যানে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় গাড়িতে আগুন ধরে গেলে চালক নাজমুল ইসলাম অগ্নিদগ্ধ হন। রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তার অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।
নাজমুলের বাড়ি কুষ্টিয়া জেলার শীবপুর উপজেলার সাহেবগড় গ্রামে। তিনি ওই গ্রামের ইউনুস প্রমানিকের ছেলে। তিনি বগুড়ার মির্জাপুর থেকে ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে ঠাকুরগাঁওয়ে আসছিলেন।
এদিকে এ ঘটনায় নাজমুলের ভগ্নিপতি মনিরুল ইসলাম বাদি হয়ে সোমবার সকালে অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করে ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আটকদের গ্রেফতার দেখানো হয়েছে।
রবিউল আহসিন/এমএএস