ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে আদালত বর্জনের ঘোষণা
শরীয়তপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ সব আইনজীবীর পক্ষে এ ঘোষণা দেন।
আইনজীবী সমিতির সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কোর্ট চলাকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এহসানুল হক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমন আচরণের কারণে জেলা আইনজীবী সমিতি এহসানুল হকের অপসারণের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জাগো নিউজকে জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এহসানুল হক আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তার এমন ব্যবহার আমি আশা করিনি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, এহসানুল হককে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
মো. ছগির হোসেন/বিএ