আবারো শতভাগ অকৃতকার্য হওয়ার রেকর্ড!


প্রকাশিত: ০৫:০৪ এএম, ৩১ আগস্ট ২০১৬

আবারো শতভাগ অকৃতকার্য হওয়ার রেকর্ড করেছে জাতীয়করণের তালিকায় থাকা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ। এ কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি। অথচ কলেজটি জাতীয়করণের তালিকায় রয়েছে। বিগত বছরেও এ কলেজ শতভাগ অকৃতকার্য হওয়ার রেকর্ড করে।

দৌলতপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল আজম বিকো জানান, ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় এ কলেজ থেকে দুইজন পরীক্ষার্থী অংশ নিয়ে তারা দু’জনই অকৃতকার্য হয়।

তিনি আরো জানান, এ কলেজের অধিকাংশ শিক্ষকই অন্য পেশায় নিয়োজিত থাকায় তারা শিক্ষার্থীদের সঠিকভাবে পড়ালেখায় মনোযোগী করতে পারেনি। যার কারণে যে দু’জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল তারা অকৃতকার্য হয়েছে।

আল-মামুন সাগর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।