ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নালিতাবাড়ী এডিপির সমাপনী


প্রকাশিত: ০৪:১৪ পিএম, ৩১ আগস্ট ২০১৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নালিতাবাড়ী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার রজনগন ও নালিতাবাড়ী এডিপির উদ্যোগে নালিতাবাড়ীস্থ শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নালিতাবাড়ী এডিপির ম্যানেজার আগস্টিন অমলডি’ রোজারিও। তিনি তার বক্তব্যে নালিতাবাড়ী এডিপি-এর দীর্ঘ ৩২ বছরের কার্যক্রমের সাফল্য তুলে ধরেন। একইসঙ্গে ওয়ার্ল্ড ভিশন কার্যক্রমের সহায়তা প্রদান করার জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সর্ব স্তরের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মো. আরিফুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর।

বিশেষ অতিথি হিসেবে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান এ কে এমমুখলেছুর রহমান রিপন উপস্থিত ছিলেন। এছাড়া নালিতাবাড়ী পৌরসভার সম্মানিত মেয়র মো. আবুবক্কর সিদ্দিক, বাংলাদেশ আওয়ামী লীগের নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হোসেন মাস্টার, বাংলাদেশ আওয়ামী লীগের নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ন্যাশনাল ডাইরেক্টর ফ্রেডউইটিভিন, সিনিয়র ডিরেক্টর অফ অপারেশনস অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট জ্যারেজ ব্যারেন্ডস, রিজিওনাল ফিল্ড ডিরেক্টর গ্রেটার, ময়মনসিংহ রিজিওন সাগর মারান্ডী, আয়োজক কমিটির আহ্বায়ক রূপনারায়নকুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, শিশু ফোরাম প্রতিনিধি, সিবিও প্রতিনিধি ও নালিতাবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ উক্ত উনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।