৪ শিশু হত্যা মামলা শিশু আদালতে স্থানান্তর


প্রকাশিত: ১০:৪১ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

হবিগঞ্জের বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে শিশু আদালতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মামলার আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি শিশু আদালতে স্থানান্তর করেন জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ। একইসঙ্গে মামলার অভিযোগ গঠনের জন্য আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

শুনানীকালে আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, অন্যতম সহযোগী আরজু মিয়া ও ভাতিজা সাহেদ আলী ওরফে সায়েদকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) আবুল হাসেম মোল্লা মাসুম জানান, মামলাটি যেহেতু শিশু হত্যাকাণ্ডের তাই এটি শিশু আদালতে পাঠানোর জন্য আসামি পক্ষের আইনজীবী আদালতে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ মামলাটি শিশু আদালতে স্থানান্তর করেন।

পরবর্তী তারিখ ৭ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। ওই দিনই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ, তার চাচাতো ভাই মনির মিয়া, তাজেল মিয়া ও ইসমাইল হোসেন গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুরছড়া থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হৃদয়বিদারক এ ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনা তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। এর মধ্যে পাঁচজন কারাগারে এবং তিনজন পলাতক।

পলাতকরা হলেন- উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।