দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজির চারযাত্রীর মধ্যে আহত কলেজ ছাত্র হুমায়ুন কবীরের (২৪) মৃত্যু হয়েছে।

শুক্রবার গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হুমায়ুন উপজেলার শান্তিরাম গ্রামের নূর ইসলামের ছেলে এবং গাইবান্ধা সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে হুমায়ুনসহ চারজন বাড়ি থেকে সিএনজিযোগে সুন্দরগঞ্জে যাচ্ছিলেন। এ সময় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের কোমরপাড়া এলাকায় অজ্ঞাত একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা চারজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুনের মৃত্যু হয়।

চিকিৎসাধীন বাকি তিনজনের অবস্থা আশংকাজনক বলেও জানান ওসি ইসরাফিল হোসেন।

অমিত দাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।