চাঁদার দাবিতে অফিস ভাঙচুর : নির্মাণ কাজ বন্ধ
দাবিকৃত চাঁদা না পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে দফায় দফায় ভাঙচুরের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
শ্রমিকদের নিরাপত্তা না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা শনিবার সকাল থেকে নির্মাণ কাজের স্থানত্যাগ করেন। হামলার ঘটনায় শুক্রবার রাতে ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএলের ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান ফেনী মডেল থানায় ছয়জন সরকারদলীয় নামদারি সন্ত্রাসীর নাম উল্লেখ করে মামলা করেছেন।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার মধ্যরাতে ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে রাজনকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব।20160903190040.jpg)
স্থানীয় গ্রামবাসী ও কর্মচারীদের সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে ‘কোটি টাকা চাঁদার দাবিতে’ রেলওয়ে ওভারপাস নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারের অফিস ও কর্মকর্তাদের ওপর দফায় দফায় হামলা ভাঙচুর করেছে। স্থানীয় যুবলীগ পরিচয়ধারী কফিল, মহিম, এনাম, খোকন, মাসুদসহ ১৮-২০ জন সন্ত্রাসী শুক্রবার সকাল ১০টায় নির্মাণ শ্রমিকদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএলের ইঞ্জিনিয়াররা হামলার বিষয়টি ঢাকা অফিসে জানানোর পর ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ফেনী থানা পুলিশ ও চট্টগ্রাম পুলিশকে জানালে চট্টগ্রাম থেকে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শনিবার সকালে নির্মাণ কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার নারায়ণ দাস ও মিনার সাগর জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করা হলে ক্ষিপ্ত চাঁদাবাজরা রাতে তৃতীয়বার ওই অফিসে হামলা চালিয়ে প্রকৌশলী মেহেদী হাসান ও সুপারভাইজার আবদুল আলিম তুলে নিয়ে পিটিয়ে আহত করে। পরে ওই দুজনকে চাঁদাবাজরা ছেড়ে দেয়। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। নিরাপত্তার কারণে শনিবার থেকে তারা কাজ বন্ধ করে দিয়ে নির্মাণ স্থান ত্যাগ করেছেন বলেও জানান তিনি।20160903190045.jpg)
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনী র্যাব-৭ ক্যাম্প ইনচার্জ স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম জাগো নিউজকে জানান, অস্ত্রসহ রাজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জহিরুল হক মিলু/এএম/আরআইপি