প্রথম বেতনের টাকা তোলা হলো না রিনির


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে রিনি আকতার (২৯) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা সাত মাসের শিশুকন্যা মান্তিকা আহত হয়।

রোববার দুপুর ১২টার দিকে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের তেতলির মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রিনি আকতার ওই এলাকার বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বড়শশী ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মনোয়ার হোসেন মানিকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রায় দেড় মাস আগে রিনি আকতার সহকারী শিক্ষক পদে যোগ দেন। চাকরির প্রথম বেতন তুলতে স্বামী মনোয়ার হোসেন মানিকের মোটরসাইকেলে বোদা উপজেলা শহরে যাচ্ছিলেন। একপর্যায়ে গলায় পেঁচানো ওড়না মোটরসাইকেলের চাকায় লেগে যায়। এতে স্বামী ও শিশুকন্যাসহ পড়ে যান রিনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রিনি আকতারকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মমিন দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সফিকুল আলম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।