ইন্ধন দাতাদের তালিকা করছে সিএমপি


প্রকাশিত: ০৪:২২ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

বন্দরনগরী চট্টগ্রামে এবার স্পট বা গলি-ভিত্তিক নাশকতাকারী এবং তাদের ইন্ধন দাতাদের তালিকা তৈরির কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। কোনো স্পটে ককটেল বিস্ফোরণ কিংবা গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটলে সে স্পটের তালিকাভুক্তদের মামলার মাধ্যমে আইনের আওতায় আনারও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

গত ৬ জানুয়ারি থেকে বিরোধীদলের অবরোধ এবং হরতাল কর্মসূচি শুরু হওয়ার পর লাগাতার ভাবে চলছে নানা ধরণের নাশকতা। বিশেষ করে প্রতিদিনই পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটানো হয় ককটেল এবং পেট্রোল বোমার। রাস্তায় তল্লাশির পাশাপাশি টহল ব্যবস্থা জোরদার করেও এ ধরণের নাশকতা রোধ করা যাচ্ছে না। তাই শেষ পর্যন্ত এ তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।

সিএমপির পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন, `গলি অনুযায়ী তালিকা করছি কারা সক্রিয়ভাবে পেট্রোলবোমা তৈরি করছে এবং মারছে, সেই সাথে কারা ইন্ধনদাতা বা অর্থদাতা, তাদেরও একটি তালিকা করছি।`

এক্ষেত্রে তালিকা তৈরির সঙ্গে সম্পৃক্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলছেন, তালিকা তৈরির পর ওই স্পটে গিয়ে পুলিশ কর্মকর্তারা সাধারণ মানুষদের নাশকতার ব্যাপারে সতর্ক করা হবে। পরবর্তীতে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) প্রকৌশলী বনজ কুমার মজুমদার বলেন, `আগেই যদি আমরা এই বিষয়ে তাদের সতর্ক করি, তবে তারা এই কাজগুলো করতে অনুৎসাহিত হবেন।`

বিরোধী দলের চলমান অবরোধ কর্মসূচি চলাকালে নাশকতাকারী এবং তাদের ইন্ধন-দাতা কাউকে ছাড় না দেয়ার ব্যাপারে কড়া হুঁশিয়ারি পুলিশ কমিশনারের।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।