সুন্দরবন থেকে ৩১ ভারতীয় গরু আটক


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

সুন্দরবনের মালঞ্চ নদী এলাকা থেকে ৩১টি ভারতীয় গরু আটক করেছে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে পাচার করে আনা এসব গরু সোমবার বিকেলে মংলা কাস্টমসের কাছে হন্তান্তর করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সকালে সিজিএস গড়াই জাহাজ নিয়ে পশ্চিম সুন্দরবনের মালঞ্চ নদী এলাকায় অভিযান চালায়। এসময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহ হলে অভিযানকারীরা ট্রলারটি থামানোর সংকেত দেয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে।

ট্রলারে থাকা চোরাকারবারীরা তখন নদীতে লাফিয়ে পালিয়ে যায়। পরে ট্রলারটিতে থাকা ৩১টি ভারতীয় গরু আটক করে কোস্টগার্ড সদস্যরা। রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে পাচার করে আনা এসব গরু সোমবার বিকেলে মংলা কাস্টমসের কাছে হন্তান্তর করা হয়েছে। গরুর মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

কুরবানির ঈদকে সামনে রেখে ভারতীয় গরু চোরাচালান বেড়ে যাওয়ায় সুন্দরবন সংলগ্ন বাগেরহাট, মংলা, খুলনা ও সাতক্ষীরা এলাকায় নৌপথে কোস্টগার্ডের টহল বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।

শওকত আলী বাবু/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।