বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক নয়ন মিয়াকে (৪২) ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চারাগাঁও শুল্কবন্দর সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯৫ এর ৩-এস এর জিরো লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাকে হস্তান্তর করা হয়।
জানা যায়, বৈঠকে বাংলাদেশের পক্ষে সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বীরেন্দ্রনগর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) কোম্পানি কমান্ডার (সুবেদার) ইলিয়াস মজুমদার। অপরদিকে ভারতের পক্ষেও সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাগলী বিএসএফের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর করম চাঁন।
বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি) বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সোমবার বিকেল ৫টার দিকে চারাগাঁও সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে নয়ন মিয়াকে বিএসএফ ধরে নিয়ে যায়। তিনি উপজেলার সীমান্ত সংলগ্ন চারাগাঁও গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
রাজু আহমেদ রমজান/এআরএ/এবিএস