বান্দরবানে গণপিটুনিতে দুই যুবক নিহত
বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার আলিখ্যং ইউনিয়নের অঙ্গ্যাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উক্যহ্লা মারমা (৩২) ও হ্লামং (২৫)। তাদের দু’জনের বাড়ি লামা উপজেলায় বলে জানা গেছে।
আলিখ্যং ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গা জানান, রাতে দুই যুবক পাড়ার কার্বারির ছেলে থুইছাচিং মারমাকে মারতে গেলে পাড়ার লোকজন তাদের পিটিয়ে হত্যা করে। এর আগে মঙ্গলবার দুপুরে তারা কয়েক দফা থুইছাচিংয়ের ওপর হামলার চেষ্টা করে ব্যর্থ হয়। নিহত দু’জনই জনসংহতি সমিতির সদস্য বলে জানিয়েছেন তিনি।
রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী জানান, নিহত দু’জনের নাম জানা গেলেও তারা কোন দলের তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধারের উদ্দেশে পুলিশ রওনা দিয়েছে। এছাড়া সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে গেছে।
সৈকত দাশ/এসএস/পিআর