কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষক নিহত


প্রকাশিত: ০৫:৩২ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৪৩) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

নিহত রবিউল ইসলাম ঝনঝনিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক ও পৌরসভার ফয়লা গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলকমল রায় জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ি গেট নামকস্থানে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
 
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।