কুষ্টিয়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের ফাঁসি


প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

কুষ্টিয়ায় আলোচিত শিশু অর্পা রানী পাল ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র অাসামি তপন কুমার পালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুর পৌনে ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেজা মো. আলমগীর হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি শহরের আড়ুয়াপাড়ার রবীন্দ্রনাথ কুমার পালের ছেলে।  

জানা গেছে, ২০১৪ সালের ২৮ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে শিশু অর্পা রানী পাল বাড়ির বাইরে যাওয়ার পর নিখোঁজ হয়। পরদিন ২৯ মার্চ রাতে এক প্রতিবেশী টয়লেটের ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ অর্পার মরদেহ উদ্ধার করে।

ওই দিন রাতেই অর্পার বাবা স্বপন কুমার পাল বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী রবীন্দ্রনাথ কুমার পালের ছেলে তপন কুমার পালকে আটক করে।

জিজ্ঞাসাবাদে তপন অর্পাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে। পরে মামলাটি কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠানো হয়।

১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী।

আল-মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।