এমপি রহিম উল্যাহর বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজি রহিম উল্যাহ ও তার ভাগ্নের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।

বুধবার সকালে ফেনী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদ।

আদালতের বিচারক ধ্রুব দ্রুতি পাল আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, এমপি হাজি রহিম উল্যাহর যোগসাজশে তার ভাগ্নে মহিউদ্দিন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদরের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন অশোভন ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে স্ট্যাটাস দেন।

স্ট্যাটাস ছাড়াও ফেসবুক লাইভে নিজাম উদ্দিন হাজারীকে কুলাঙ্গার ও অাফ্রিকান মাগুর মাছসহ বিভিন্ন অশোভন শব্দ ব্যবহার করে বক্তব্য দেন। এতে নিজাম হাজারী ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

ফেনী আদালতের জিপি আনোয়ারুল করিম ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. নুর হোসেনসহ অর্ধশতাধিক আইনজীবী।

জহিরুল হক মিলু/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।