শরীয়তপুরে ভাঙন কবলিতদের মাঝে আর্থিক সহায়তা


প্রকাশিত: ০৬:৫১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মোক্তারের চর ইউনিয়নের কলমির চর গ্রামে ব্র্যাকের সহযোগিতায় পদ্মা পাড়ের ভাঙন কবলিত ১০০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় যাদের ভিটে মাটি নদীগর্ভে বিলিন হয়েছে এবং দরীদ্র ১০০ পরিবারকে ৫০০টাকা করে দেয়া হয়।

এসময় শরীয়তপুর জেলা ব্র্যাক প্রতিনিধি জিয়া উদ্দিন আহম্মেদ ও ইউপি সদস্য আ. রাজ্জাক সরদারসহ ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছগির হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।