মুন্সীগঞ্জে লরিচাপায় রিকশাচালক নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচরের দিধা পেট্রল পাম্পের সামনে লরিচাপায় মো. ইউনুচ (৩৩) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দ্রুতগামী একটি লরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচরের পেট্রল পাম্পের সামনে একটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক মো. ইউনুচ নিহত হন।
পুলিশ লরিটি আটক করতে সক্ষম হয়েছে। নিহতের মরদেহ গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে বলে জানান ইনচার্জ কামরুজ্জামান রাজ।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এবিএস