শিমুলিয়ায় ঘরে ফেরা মানুষের ঢল


প্রকাশিত: ০৫:০৬ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৬

আসন্ন ঈদ উপলক্ষে শুক্রবার সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ প্রায় ৮ শতাধিক যানবাহন শিমুলিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ছোট প্রাইভেটকারের সংখ্যাই বেশি।

Shimulia

মাওয়া নৌফাড়ি ইনচার্জ মো. মোশারফ হোসেন  জানান, গাড়ির চাপ রয়েছে তবে সারিবদ্ধভাবে যানবাহন পার করা হচ্ছে। ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। গাড়ির চাপ থাকলেও পারাপারে সমস্যা হবেনা। প্রাইভেট ও যাত্রীবাহী বাসকে অগ্রাধীকার দেওয়া হচ্ছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, প্রায় ৮ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। অতিরিক্ত যাত্রী বহনের জন্য প্রায় সব ফেরিতে কম গাড়ি উঠানো হচ্ছে। তবে গাড়ির এই দীর্ঘলাইন দ্রুত কমে আসবে।

Munshiganje

তিনি আরো বলেন, ১৭ টি ফেরি দিয়ে গাড়ি পারাপার হচ্ছে। মধ্য রাত থেকে মাওয়া ঘাটে পারাপারের জন্য চাপ বাড়তে থাকে। নদীতে শ্রোত ও ঢেউ থাকাতে ফেরি পারাপারে আগের চাইতে ১ থেকে দের ঘণ্টা সময় বেশি নিচ্ছে।

এদিকে, অতিরিক্ত ভাড়া ও জীবনের ঝুঁকি নিয়েই লঞ্চ আর স্পিডবোটে পাড়ি দিচ্ছেন অনেক যাত্রী।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।