মাদারীপুরে সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডারসহ দুইজন গ্রেফতার
মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাপালিকান্দি গরুরহাট এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় সর্বহারা পার্টির কমান্ডার হোসেন হাওলাদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সর্বহারা পার্টির কমান্ডার হোসেন হাওলাদার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী। তাকে গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। তিনি ধুরাইল এলাকার কুট্টি হাওলাদারের ছেলে। এসময় আসামি হোসেনের সহযোগী হায়দার নামের একজনও গ্রেফতার করেছে পুলিশ।
এ কে এম নাসিরুল হক/এআরএস