টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১


প্রকাশিত: ০৪:০৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরের টঙ্গীর বিসিক মোড়ে শনিবার সকালে অ্যালুমনিয়াম ফয়েল তৈরির কারখানা ট্যাম্পাকোয় বয়লার বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে গাজীপুর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ১৭ জনের এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মরদেহ রয়েছে।

নিহতদের মধ্যে ওহিদুজ্জামান (৪০), অজ্ঞাত এক নারী (৩০), দেলোয়ার (৩৫) ও আনোয়ার হোসেনের (২৫) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এছাড়া সোলেমান (৩০), ইদ্রিস (৪০), আব্দুল হানান (৬৪), আল মামুন (৪০), শংকর (২৫), জাহাঙ্গীর আলম (৫০), শুভাষ চন্দ্র (৪০), রফিকুল ইসলাম (২৮), রেদোয়ান (৩৫), জয়নুল (৩৫), আনোয়ার হোসেন (৪০), আনিসুর রহমান (৪০), রাজেশ (২২), রাশেদ (২৮), এনামুল হক (৩৫), গোপাল দাশ (২৫) ও মো. হুসাইনের (৩০) মরদেহ গাজীপুর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রয়েছে।

এ ঘটনায় কারখানার ভবনের একাংশ ধসে পড়েছে। বিস্ফোরণের ফলে ওই ভবনটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। এর আগে সকাল ৬টার দিকে ট্যাম্পাকো নামে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে।

কারখানার মালিক সাবেক এমপি সৈয়দ মকবুল হোসেন জানান, ১৯৭৭ সালে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। কারখানায় বিভিন্ন ধরনের ফয়েল তৈরি হয়। বয়লার বিস্ফোরণের ঘটনায় হতাহতদের সাধ্যমতো সহায়তা দেয়া হবে।

কারখানায় ৪৫০ জন শ্রমিক কাজ করতেন। হতাহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।