শায়েস্তাগঞ্জে ভারতীয় গরু না উঠায় দাম চড়া
মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় প্রধান উৎসব ঈদুল আযহাকে সামনে রেখে শায়েস্তাগঞ্জে কুরবানির পশুর হাট জমে উঠেছে। এখন পর্যন্ত বাজারে ভারতীয় গরু না আসায় দেশি পশুর দাম বেশি বলে জানালেন ক্রেতা-বিক্রেতারা।
ঈদের বাকী আর মাত্র ২ দিন। ঈদের দিন যত ঘনিয়ে আসছে জমজমাট হচ্চে কুরবানির পশুর হাট। শায়েস্তাগঞ্জের পৌর পশুর হাট, নতুন ব্রিজ, কেশবপুর, নিজামপুর, সুতাং বাজারে প্রতিদিনই জমে উঠছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিটি হাটে প্রচুর পরিমাণে গরু, ছাগল তুলেছে বিক্রেতারা। তবে দেশি গরুর আমদানি প্রচুর থাকায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষকে হিমশিম খেতে হচ্ছে।
গরু বিক্রেতা জাফর আলী জানান, বাজারে গরুর দাম চড়া হওয়ায় অনেক ক্রেতাই পশু না কিনে ফিরে যাচ্ছেন। ক্রেতারা বলছেন, ঈদের আগের দিন পযর্ন্ত অপেক্ষা করে পশু কিনবেন।
সূত্র জানায়, এক শ্রেণির অসাধু গরু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় গরুর শরীরে জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এক ধরনের ইনজেকশন দিয়ে গরু মোটা তাজা করছেন।
রিয়াদ/এমএএস/আরআইপি