রাস্তার বেহাল দশা : হাজারো মানুষের দুর্ভোগ চরমে


প্রকাশিত: ০৫:৪২ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৬

জেলা শহর ঝিনাইদহ এবং পার্শ্ববর্তী কুষ্টিয়ার সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা এটি। খুব দ্রুত এ রাস্তার সংস্কার দরকার। অন্যথায় হাজারো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কথাগুলো জানালেন শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী, রমজান মিয়া ও কওসার মন্ডল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফুলহরি, দেবিনগর, বেড়বাড়ি, চাঁদপুরসহ ওই এলাকার ১০ গ্রামের মানুষ রাস্তাটি ব্যবহার করে। প্রায় সব ধরনের যানবাহনই চলাচল করে। কুরবানি সামনে রেখে পশু বোঝাই গাড়ি, পাট বোঝাই গাড়িসহ পণ্য বোঝাই গাড়ি চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আলী হাসান জানান, প্রায় এক মাস আগে অতিবৃষ্টির কারণে রাস্তাটি ভাঙতে ভাঙতে সম্পূর্ণ ভেঙে গেছে। অনুপযোগী হয়ে পড়েছে বড় ধরনের যান চলাচল। ঝুঁকি নিয়ে ভ্যান, রিকশা, ইজিবাইক চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এ ব্যাপারে ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল বলেন, উপজেলা পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ঈদের পর পর কাজ শুরু হবে।

শৈলকুপা উপজেলা প্রকৌশলী আব্দুল হান্নান জানান,  খুব তাড়াতাড়ি রাস্তাটি সংস্কার করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।