জয়পুরহাটে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৬

জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, সদর উপজেলার বুজরুক ভারুনিয়া গ্রামের মৃত ওবায়দুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২০), খঞ্জনপুর বুড়িতলা গ্রামের আসলাম হোসেনের ছেলে সাকিব হোসেন (১৯), বগুড়া জেলা শহরের নাটাইপাড়া এলাকার সায়েম উদ্দিনের ছেলে শামিম হোসেন (২০), নারুলি এলাকার হযরত আলীর ছেলে আরিফ হোসেন (২০), নারুলি পশ্চিম পাড়া এলাকার মতিয়র রহমানের ছেলে আপেল মাহমুদ (১৯) ও উত্তর চেলোপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে শামিম হোসেন (১৯)।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, রোববার রাত ২টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত জয়পুরহাটের তেঁতুলতলী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

গ্রেফতারদের বিরুদ্ধে বগুড়া ও জয়পুরহাটে হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার অশোক কুমার।

রাশেদুজ্জামান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।