যৌতুকের জন্য অন্তঃসত্ত্বাকে হত্যা
হবিগঞ্জের চুনারুঘাটে যৌতুকের জন্য এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী ও শাশুড়ি। এ ঘটনায় গৃহবধূ তাহেরা খাতুনের (২৪) স্বামী রাসেলকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার শানখলা ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, যৌতুকের জন্য প্রায় সময়ই তাহেরাকে নির্যাতন করত রাসেল ও তার পরিবারের লোকজন। শুক্রবার সকালেও তার স্বামী ও শাশুড়ি মিলে তাহেরাকে মারধর করে। নির্যাতনের একপর্যায়ে ঘটনাস্থলেই তাহেরা মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, হত্যার অভিযোগে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি