কাওড়াকান্দি ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়


প্রকাশিত: ০৭:২২ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬

মাদারীপুরে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় জমেছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় দক্ষিণ অঞ্চলের যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। পাঁচ্চর থেকে কাওড়াকান্দি ঘাট পর্যন্ত প্রায় ২ কি.মি. পথ পায়ে হেঁটে যাত্রীরা লঞ্চ, স্পিড বোট ও ফেরিতে পার হচ্ছেন।

কাওড়াকান্দি ঘাট এলাকায় ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রো ইত্যাদি পরিবহনের ভিড় দেখা গেছে। নাব্যতা সঙ্কটের কারণে নৌপথে প্রায় ১৬ কি.মি. দূরত্বে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের ১৪টি ফেরি চলাচল ব্যহত হচ্ছে।

Madaripur

এদিকে, গতকাল রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘণ্টা এবং আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ২ ঘণ্টা ঘাটে কোনো ফেরি দেখা যায়নি। এ কারণে মাঝে মধ্যে কাওড়াকান্দি ঘাটে ফেরি আসতে বিলম্ব হচ্ছে। ফলে মাঝে মধ্যেই  যানজটের সৃষ্টি হচ্ছে বলে কর্তৃপক্ষ জানায়।

এদিকে দূরপাল্লার ও লোকাল পরিবহনের চালকরা পরিবহনে মাত্রারিক্ত যাত্রী বোঝাই করছে। আর তাদের কাছ থেকে আদায় করেছে অতিরিক্ত ভাড়া । অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতিবাদ করলে বিভিন্ন পরিবহনের চালক ও হেলপাররা যাত্রীদের মারধর করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

Madaripur

এ রুটের যাত্রীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে কেউ কিছুই দেখছে না।

ঢাকামুখী যাত্রীদের নিরাপদে শিমুলিয়া ঘাটে পৌঁছাতে ২শত স্পিড বোট, ৮৭টি লঞ্চ ও ১৪টি ফেরি যাত্রীদের পারাপার করছে।

অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপের কামনা করছেন ঈদে ঢাকামুখী যাত্রীরা।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।