বিদ্যালয়ের জমি দখল : গ্রেফতার ৩
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের মালামাল লুট ও জমি দখলের অভিযোগে তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শহরের হাসপাতাল সড়কে তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার হাসপাতাল সড়কের বাসিন্দা হাজী জলফু মিয়া তরফদারের ছেলে পারভেজ তরফদার, শাহিন তরফদার ও সুমন তরফদার।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। তিনি মামলায় উল্লেখ করেন, আসামিরা স্কুলের টিন লুট করে জমি দখল করেছেন।
কামরুজ্জামান আল রয়িাদ/এএম/আরআইপি