সুন্দরবনে ১০ মণ ইলিশসহ ট্রলার জব্দ
বঙ্গোপসাগর থেকে অবৈধ ভাবে মাছ ধরে ফেরার পথে ১০ মণ ইলিশ বোঝাই একটি ফিশিং ট্রলার আটক করেছে সুন্দরবন বিভাগ।
শনিবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকা থেকে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা ট্রলারটি আটক করে। এ সময়ে ট্রলারে থাকা জেলেরা সুন্দরবনের অরণ্যে পালিয়ে গেলে তাদের আটক করতে পারেননি স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা।
সুন্দরবন বিভাগ জানায়, সুন্দরবন রক্ষায় ইউএসএআইডির অর্থায়ানে পরিচালিত স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা নিয়মিত টহলকালে আলোর কোলের একটি খালে একটি ফিশিং ট্রলারটি দেখতে পায়। তারা কাছাকাছি গেলে ট্রলারে থাকা জেলেরা পালিয়ে সুন্দরবনের ভেতরে চলে যায়।
এ সময় ট্রলারটি আটক করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে এসে দুপুরে ট্রলারে থাকা প্রায় ১০ মণ ইলিশ ৯০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন জানান, নামবিহীন ট্রলারটি বনবিভাগ থেকে কোনো প্রকার পাস পারমিট (অনুমতি) না নিয়ে বঙ্গোপসাগরে ইলিশ আহরণ করে। বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে মোকামে যাবার উদ্দেশে আলোর কোলের একটি খালে নোঙর করেছিল ট্রলারটি।
তিনি আরো জানান, জব্দকৃত ট্রলারে থাকা প্রায় ১০ মণ ইলিশ ৯০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। ট্রলারটির বিরুদ্ধে ইউডিআর মামলা হয়েছে।
শওকত আলী বাবু/এএম/আরআইপি