বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলীতে ফাল্গুনী পরিবহনের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহসান (৩৫) নামের এক কারারক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় জেলারসহ দুইজন আহত হয়েছেন।

শনিবার বিকেলে কানারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান গোপালগজ্ঞ জেলার কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন, গোপালগঞ্জ কারাগারের জেলার আবু সায়েম (৪০) এবং স্টাফ জিয়াউর রহমান (৩৭)। গুরুতর আহতাবস্থায় তাদেরকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ মান্নান ফরাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জ থেকে প্রাইভেটকারযোগে খুলনা যাওয়ার পথে বাগেরহাট-মাওয়া মহাসড়কের কানারপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কারারক্ষী প্রাইভেটকার চালক আহসান নিহত হন। এ ঘটনায় জেলারসহ দু’জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শওকত আলী বাবু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।