বাল্যবিয়ে : কাজিসহ ৮ জনের কারাদণ্ড


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

মহেশপুরে ৫টি বাল্যবিয়ের দায়ে কাজিসহ আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত।

সোমবার বিকালে উপজেলা ফতেপুর ইউনিয়ন পরিষদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশন ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।  

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, পুরন্দপুর গ্রামের জামাল হোসেন ও তার ছেলে বর ওমর আলী, একই গ্রামের আব্দুল বারীর ছেলে নুর ইসলাম, ফতেপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী শিখা খাতুন, নিমতলা গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন, ঢাকা খিলক্ষেতের কবির উদ্দীনের ছেলে বর পলাশ, ফতেপুরের জাকির গাইনের স্ত্রী হালিমা বেগম। তাদের প্রত্যেককে একমাস করে এবং কাজী হাফিজুর রহমাকে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা আশাফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী, সমাজসেবা কর্মকর্তা জুলফিক্কার আলী, চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।