ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১০


প্রকাশিত: ০৯:১২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। রোববার দুপুর সাড়ে ১২টায় শহরের রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রেলগেইট এলাকায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে ককটেল হামলা চালানোর চেষ্টা করে বিএনপি কর্মীরা। এ ঘটনায় পুলিশ তাদের ধাওয়া দিলে সংঘর্ষের সুত্রপাত হয়। একপর্যায়ে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ১০/১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জাগোনিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।