স্কুলছাত্রী নিতু হত্যা : মিলনকে কলেজ থেকে বহিষ্কার


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

মাদারীপুরের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মন্ডলের হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়া মিলন মন্ডলকে কলেজ থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে মিলন মন্ডলের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে শিকারমঙ্গল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। হত্যাকাণ্ডে জড়িত মিলন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ায় কলেজের ম্যানেজিং কমিটি জরুরি সভা ডেকে কলেজ থেকে মিলনকে বহিষ্কার করে।

এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, হত্যাকাণ্ডের মতো ঘৃণ্য ঘটনায় জড়িত থাকায় কলেজ কমিটি সিদ্ধান্ত নিয়ে মিলনকে বহিষ্কার করেছে।   

শিকারমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিম মানববন্ধনে বলেন, নিতু হত্যাকারী মিলন মন্ডলের সঠিক বিচার হলে এদেশে আর কোন স্কুলছাত্রীকে অকালে প্রাণ হারাতে হবে না। তাই মিলনের উপযুক্ত শাস্তি হওয়া উচিৎ।  

প্রসঙ্গত, মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের আইসারকান্দি গ্রামে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গতকাল রোববার সকালে স্কুলে যাবার পথে নিতু মন্ডলকে (১৪) ছুরি দিয়ে কুপিয়ে খুন করে প্রতিবেশী বীরেণ মন্ডলের ছেলে মিলন মন্ডল।

এ কে এম নাসিরুল হক/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।