জঙ্গি ওবায়েদা ৭ দিনের রিমান্ডে
সিলেটে ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে গ্রেনেড বিস্ফোরণ মামলার অন্যতম আসামি হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) সদস্য আবু ওবায়দা হারুনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব পাল এ আদেশ দেন।
ফেনী জজ কোর্টের পিপি অ্যাড. হাফেজ আহম্মদ জানান, হারুন ২০০৪ সালে সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহরে গ্রেনেড বিস্ফোরণ মামলার অন্যতম আসামি। এই মামলায় পুলিশ আদালতে ১৪ দিনের রিমান্ড আবেদন করলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহিনুজ্জামান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে গ্রেনেড হামলা মামলার আসামি হুজি সদস্য আবু ওবায়দা হারুনকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী শহরের ট্রাংক রোড এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে সোনাগাজী থানায় দুইটি হত্যা ও একটি বিস্ফোরণসহ সাতটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
হারুনের প্রতিবেশী গাজী জানান, হারুন আফগানিস্তানসহ কয়েকটি দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন। হারুন ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের আবু তৈয়ব প্রকাশ মাওলানা গোলাম কিবরিয়ার ছেলে।
জহিরুল হক মিলু/এআরএ/এবিএস