ভোলায় পুকুরে ডুবে দুই গৃহকর্মীর মৃত্যু


প্রকাশিত: ১১:১৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

ভোলার বোরহানউাদ্দিনের কুঞ্জেরহাটে পুকুরে ডুবে দুই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

মৃতরা হলো, সাবিনা ( ৮) ও সুমাইয়া আক্তার ( ৭)। তারা কাচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও শাহে আলমের মেয়ে। সাবিনা ইউপি চেয়ারম্যান রব কাজীর ঘরে ও সুমাইয়া চেয়ারম্যানের মেয়ে আরজু বেগমের ঘরে গৃহপরিচারিকার কাজ করতো।

চেয়ারম্যান রব জানান, তাদের গৃহকর্মী হিসেবে নয় নিজের মেয়ে হিসেবে দেখতাম। তার মেয়ে আরজু বেগম ঢাকায় যাওয়ায় গৃহকর্মী সুমাইয়াকে তার বাড়ি রেখে যায়। দুপুরে গোসল করতে গিয়ে তারা পানিতে পড়ে যায় বলে জানান চেয়ারম্যান রব।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

অমিতাভ অপু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।