কুষ্টিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে রামদা, হাসুয়া, হকিস্টিক ও মোবাইলসহসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে নবনির্মিত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর ই আলম।

গ্রেফতারা হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুরের সোলেমান শেখের ছেলে রাজীব হোসেন(২৩), কুষ্টিয়া শহরের এরশাদ নগর বস্তির আদু শেখের ছেলে কামাল হোসেন(৩২), খোকসা থানার রঘুনাথপুর উত্তর পাড়ার ওসমান প্রামানিকের ছেলে হাসান প্রামানিক (২৫), কুমারখালী থানার ছেফড়িয়া মন্ডল পাড়ার তেজন মন্ডলের ছেলে আনন্দ মন্ডল (৪৫), হাটশ হরিপুরের মৃত নুর হোসেনের ছেলে আবুল হোসেন আকরাম (৪০), হাটশ হরিপুরের পুরাতন বোয়ালদহ এলাকার মৃত আকবর হোসেনর ছেলে আনোয়ার হোসেন বাবু (৫৫) ও রাজবাড়ী জেলার হাজরাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইকবাল হোসেন (৩৪)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর ই আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

আল-মামুন সাগর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।