ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ১০:২৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

আসন্ন এসএসসি পরীক্ষা হরতাল ও অবরোধ মুক্ত করার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে পরীক্ষার্থীরা।

এসময় পরীক্ষার্থীদের মধ্যে তালহা, নাসির, সাজিদ ও রিপন বক্তব্য রাখে।

তারা বলে, হরতালে পরীক্ষা স্থগিত হলো। কিন্তু, অবরোধে পরীক্ষা চলবে। অবরোধের ঝুঁকির মধ্য দিয়ে আমাদের পরীক্ষার হলে যেতে হবে। এসময় পথে কোনো সমস্যা হলে এর দায় কে নেবে?

পরীক্ষার্থীরা আরো বলেন, পরীক্ষার সময় আমরা কোনো অবরোধ চাই না। আমরা চাই রাজনৈতিক সমঝোতা এবং হরতাল বা অবরোধমুক্ত পরিবেশ।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।