সৌদিতে নিহত রানার গ্রামের বাড়িতে শোকের মাতম


প্রকাশিত: ১২:২২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ভোলার বোরহানউদ্দিনের ফুল কাচিয়া গ্রামে সৌদি আরবে নিহত রানা শাহাবুদ্দিনের পরিবারে শোকের মাতম চলছে।  

শুক্রবার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন জানান, সৌদিতে সড়ক দুর্গটনায় নিহত রানা শাহাবুদ্দিন ও সিরাজুল ইসলামের বাড়ি ভোলায়। তবে মো. শরীফ হোসেন বাড়ি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। এদের মধ্যে রানার বাড়ি বোরহানউদ্দিনের ফুল কাচিয়া গ্রামে।

বোরহানউদ্দিন স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত রানা শাহাবুদ্দিনের গ্রামের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া ৫ নং ওয়ার্ডের মিজিরহাটের খলিফা বাড়ি। তার বাবার নাম আব্দুল গণি।

শুক্রবার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে তার বড় ভাই তাজুল ইসলাম রয়েছেন। তাজুল ইসলাম জানান, রানার স্ত্রী ময়না বেগমের এক ছেলে, দুই মেয়ে নিয়ে চট্টগ্রামের কর্নার হাটের বিশ্ব কলোনিতে থাকেন।

ছয় মাস আগে ময়না বেগম তার সন্তানদের নিয়ে ওই কলোনিতে ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার বড় মেয়ে সুমি (১৩), সাবিনা ( ৭) ও ছেলে সোহানের বয়স ৫ বছর। এদিকে বড় ভাই ও মা ময়ফুল বেগম রানার মরদেহ তার গ্রামের বাড়িতে এনে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।   

অমিতাভ অপু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।