বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যানসহ ৪ জন রিমান্ডে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুকুল চাকমাকে অপহরণের মামলায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার পুলিশে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোকন উদ্দিন।
আসামিরা হলেন, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমা, স্থানীয় জেএসএস নেতা প্রভাত কুমার চাকমা, অজয় চাকমা ও ত্রিদিব চাকমা।
সূত্র জানায়, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মুকুল চাকমা গত জুলাইয়ের প্রথম সপ্তাহে বাঘাইছড়ি হতে অপহরণ হন। ওই ঘটনায় ৪ জুলাই বাদী হয়ে বাঘাইছড়ি থানায় একটি অপহরণ মামলা করেন অপহৃতের মেয়ে মনিষা চাকমা। মামলায় চার জনকে আসামি করা হয়।
২০ সেপ্টেম্বর তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী বলেন, রোববার আসামিদের আদালতে হাজির করা হয়। ওই সময় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আবেদনে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়
সুশীল প্রসাদ চাকমা/এমএএস/পিআর