আবাসিক হল থেকে স্কুলছাত্রী নিখোঁজ


প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

ঝিনাইদহ শহরের শাহীন ক্যাডেট স্কুলের আবাসিক হল থেকে নূপুর খাতুন (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনার পর থেকে শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক মোজাম্মেল হোসেন পলাতক।

শনিবার বিকেলে আবাসিক হল থেকে বেরিয়ে ওই ছাত্রী নিখোঁজ হয়। স্কুলছাত্রীর বাবা কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের ব্যবসায়ী আমিন কাজী বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ঈদের ছুটি শেষে শনিবার সকালে নূপুরকে তার ভাই আলামিন আবাসিক হলে পৌঁছে দেয়। দুপুরে ও বিকেলে স্কুলে ক্লাসও করেছে নূপুর খাতুন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হয় সে।

রাত সাড়ে ৭টার দিকে স্কুলের এক শিক্ষক মোবাইলে ঘটনাটি আমিন কাজীকে জানালে তিনি পরিচালক মোজাম্মেল হোসেনের কাছে বিষয়টি জানতে চান। সেসময় পরিচালক বিষয়টি অস্বীকার করেন বলে ছাত্রীর বাবা অভিযোগ করেন।

তিনি আরো জানান, উপায় না পেয়ে ব্যবসায়ী রাত ১১টার দিকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরে পুলিশ ওই আবাসিক হলে বিষয়টি তদন্ত করতে যায়। সেসময় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষক, কেয়ারটেকার ও পরিচালকের স্ত্রীসহ ছয়জনকে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর থেকে পরিচালক মোজাম্মেল হোসেন পলাতক।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, স্কুলছাত্রী নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নূপুর খাতুনের কোন খোঁজ পেলে কালীগঞ্জের ধাঁনসিড়ি হোটেল বা ০১৭১৩-৯২৬২৩৬ এই মোবাইল নম্বরে বা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্কুলছাত্রীর বাবা আমিন কাজী।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।